আলোচিত সংবাদ

ডুবে যাওয়া ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে দুই কোটি টাকার চুক্তি

পাটুরিয়ায় ডুবে যাওয়া রো-রো ফেরি ‘আমানত শাহ’কে তোলার জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মৌখিকভাবে চুক্তি করেছে বেসরকারি কোম্পানি জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেড।

আজ রোববার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ওই এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।এ সময় তিনি বলেন, সোমবার (১ নভেম্বর) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য আমাদের সব ধরনের যন্ত্রাংশ নিয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাবে উদ্ধারকারী দল।

প্রথম দিকে ডুবুরিরা দেখবে এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে।বদিউল আলম আরোও বলেন, ‘সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে।

ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।’

এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে নোঙর করার পর আমানত শাহ নামে রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। ফেরিটি কাত হওয়ার আগে তিনটি ট্রাক নামতে পারলেও বাকি ১৪টি ট্রাক ও কাভার্ডভ্যান পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!