আলোচিত সংবাদ

আর কথা নয়, এখন শুধু অ্যাকশন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের আর কথা নয়; এখন থেকে অ্যাকশন। আজ সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সমাবেশ করা হয়।

সাবেক জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে গয়েশ্বর রায় বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এখনও আপনাদের নেতৃত্বে এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে।

এসব মানুষদের নিয়ে আপনারা আরও ঐক্যবদ্ধ হোন। আমরা আবারও ‘৯০ এর গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করব। মিডনাইট এ গভার্মেন্টকে বিদায় করব, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশবাসীকে মুক্ত করব

তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একবার নয়, তিনবার। তিনি আলাদা আলাদাভাবে ২৩টি আসনে নির্বাচন করে প্রতিটি আসন থেকে বিজয়ী হয়েছেন। সেই নেত্রী সম্পর্কে যে ধরনের ঠাট্টা মশকরা করা হয়, এটা সৃষ্টাচারের সঙ্গে তুলনা করা যায় না। এরা বেয়াদব। এদের জবাব মুখে দেওয়া যায় না।

তিনি আরও বলেন, আপনারা আপনাদের সাহসকে আরও প্রত্যয়ী করেন। নেতাকর্মীদের সঙ্গে আরও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন। এটাই হবে আমাদের আন্দোলনের সফলতার মূলমন্ত্র।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!