আলোচিত সংবাদ

মনের মত সাজাচ্ছিলেন কক্ষ, বসার আগের দিনই পদত্যাগ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছিল ১০ দিন আগে। সবকিছু সূচারুভাবে সাজানো হচ্ছিল। কাজ শেষ হতে বাকি ছিল মাত্র একদিন।

যার বাসার কথা সেই সুন্দর কক্ষে সেই প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান একদিন আগেই পদত্যাগ করলেন। অশালীন মন্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

দুপুরে তার দপ্তরে গিয়ে দেখ যায়, নতুনভাবে সবকিছু সাজানো হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে। এখনও শ্রমিকরা সেখানে কাজ করছেন।সেখানে কর্মরত এক শ্রমিক গণমাধ্যমকে জানান, ১০/১২ দিন আগে রুমটি নতুনভাবে ডেকোরেশন করার কাজ শুরু হয়েছিল। কালকের (বুধবার) মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগেও রুমটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘সুন্দরভাবে কাজটি কর, আর কতদিন থাকি না থাকি জানি না।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দফতরে রয়েছে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!