রয়েছে চোখ বাধা ধরতে হবে হাঁস, গ্রামের উঠোনে আয়োজন করা হল মজার এক খেলা, কানার হাঁস ধরা খেলাটি তুমুল ভাইরাল নেটদুনিয়ায়
নীলফামারীর ডোমারে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা।সোমবার দুপুরে (৭ জুন) উপজেলার বোড়গাড়ী ইউনিয়নের বসুানিয়াপাড়া এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রায় ২০ জনের মতো যুবক অংশ নেন আর শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে তা উপভোগ করেন। প্রতিবছরের মতো এবারও হাঁস ধরা খেলার আয়োজন করে বসুনিয়া স্পোটিং ক্লাব।
প্রতিযোগিতায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ ডোমার উপজেলা শাখার সভাপতি মায়েদুল হক রসুনিয়া তুর্যের সভাপতিত্বে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মামুনুর রশীদ বসুনিয়া, ইউপি সদস্য হাসানুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মাহমুদ পারভেজ বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ভিডিওটি দেখতে ক্লিক করুন..
https://www.youtube.com/watch?v=sHVlqs9Mz4w