মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এবার মন্ত্রিত্ব ও পদ হারানোর পরে ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।
মন্ত্রিত্বের পর বর্তমান সময়ে আলোচনার শীর্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। অসৌজন্যমূলক বক্তব্যের কারণে তাকে মন্ত্রী পরিষদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চিত করেন। পরে গতকাল মঙ্গলবার মন্ত্রনালয়ে তার পদ ত্যাগ পত্র পাঠিয়েছেন।
পরে সন্ধ্যায় তাকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এতে তিনি হারাতে পারেন জাতীয় সংসদের সদস্যপদও।
এদিকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সন্ধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে শাহবাগ থানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসৌজন্যমূলক ও আপত্তিকর অডিও ফাঁস হওয়ার পর সোমবার রাতেই ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির সাথে কথকোপনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তাকে নিয়ে আলোচনা- সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিওকে শোনা যায় মাহির সাথে অশুভ আচারণ কার হচ্ছে। তাকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে এলে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।