আলোচিত সংবাদ

ইস’লাম ধ’র্মেই তো মে’য়েদের সম অধিকারের কথা বলা আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কিছু বাধা আসে, আসবে। সেই বাধা অ’তিক্রম করেই নারীদের এগিয়ে যেতে হবে। আজ বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকালে ‘বেগম রোকেয়া দিবস-২০২১’ ও ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রাজধানীর ওসমানী স্মৃ’তি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শি’শু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘বেগম রোকেয়া পদক’ বিজয়ীদের হাতে পদক তুলে দেন। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযু’ক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ইস’লাম ধ’র্মে তো মে’য়েদের অধিকার দেওয়াই আছে। এখানেই তো সম অধিকারের কথা বলা আছে। কিন্তু তারপরও আমাদের দেশে কিছু এ ধরনের বাধা আসে, আসবে। কিন্তু সেই বাধা আমাদের অ’তিক্রম করেই এগিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খেলাধুলায় মে’য়েদের তো অংশ গ্রহণই করতে দিত না। যাই হোক দ্বিতীয় বার যখন সরকারে আসলাম, অন্যভাবে ব্যবস্থা নিতে হয়েছে। আম’রা প্রাথমিক থেকে স্কুলে স্কুলে প্রতিযোগিতা শুরু করলাম বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টিম এবংমাধ্যমিক থেকে উচ্চ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টিম। এভাবে ছোটবেলা থেকে যখন খেলা শুরু করল, এখন আর সেই বাধাটা আসে না। অর্থাৎ অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোন বাধা আসবে না। ’

এ সময় নারীর প্রতি সহিং’সতা বন্ধে চিন্তা-চেতনা পরিবর্তনের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন যে জিনিসটা সবচেয়ে আমাদের জন্য পীড়াদায়ক সেটা হচ্ছে মে’য়েদের ওপর সহিং’সতা। যদিও আম’রা আইন করে দিয়েছি। আম’রা ধ’র্ষণের বি’রুদ্ধে আইন করেছি, আম’রা নারী নি’র্যাতনের বি’রুদ্ধে আইন করেছি। শুধু আইন করলে হবে না, এখানে মানসিকতাও বদলাতে হবে। চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। ’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বা’সটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিশ্বা’সটা করতে হবে। নারীরা শুধু ভোগের বস্তু না, নারীরা সহযোদ্ধা, সহযোগী। সহযাত্রায় চলতে হবে। সমান অধিকার দিতে হবে। এটাই হলো বাস্তবতা। সেভাবেই কাজ করতে হবে। সব জায়গায় নারী-পুরুষ সমানভাবে কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।’

এ সময় শেখ হাসিনা বলেন, ‘পুরুষ শাসিত সমাজ আম’রা বলি। কিন্তু মে’য়েদের ছাড়া পুরুষরা কি পথ চলতে পারে? পারে না। মায়ের পেটে জন্ম নিতে হবে, বোনের হাত ধরে হাঁটা শিখে, বড় হয়ে স্ত্রী’র ওপর নির্ভরশীল থাকে, বৃদ্ধ হয়ে গেলে তো কন্যা সন্তানই বেশি দেখে, সেই যত্ন নেয় বেশি, এটাও তাদের মনে রাখতে হবে। ’

সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে নারীদের দায়িত্বপালনের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন আমি মনে করি অনেকটাই আম’রা পূরণ করতে সক্ষম হয়েছি।’

এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘অনেক ঝুঁ’কিপূর্ণ জায়গায় যেয়ে আমাদের মে’য়েরা কাজ করে। আমাদের যু’দ্ধ বিমানও তারা চালাচ্ছে। কাজেই সব দিক থেকে মে’য়েরা কিন্ত পিছিয়ে নেই। কাজেই এটা সবচেয়ে বড় কথা পুরুষরা যেটা পারে নারীরা তার চেয়ে আরও ভালো পারে, বেশি পারে এতে কোন স’ন্দেহ নেই। এটাই প্রমাণ হয়েছে।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!