আলোচিত সংবাদ

‘খেলার মাঠে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি জানিয়েছেন, যারা দেশের মাটিতে পাকিস্তানি পতাকা উড়িয়েছে, তারা চিহ্নিত।

দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জেলার সার্কিট হাউসে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় শাজাহান খান বলেন, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া দেশে ভিনদেশের পতাকা ওড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি রাজধানী ঢাকার একটি স্টেডিয়ামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাকিস্তানি পতাকা উড়ানো হচ্ছে।

যুবকরা পাকিস্তান জিন্দাবাদ বলছে, অনেকের শরীরে (গালে) পাকিস্তানি স্টিকার লাগানো হয়েছে। এটা দুঃখজনক।তিনি আরও বলেন, এই পাকিস্তানি পতাকা ওড়ানো নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে, যে মা-বোনেরা ইজ্জত হারিয়েছেন তাদের অসম্মান করা হয়েছে। দেশের মাটিতে পাকিস্তানি পতাকা উড়িয়েছে। তাদের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার। সব মহল থেকে এদের শাস্তির দাবি জানানো হয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!