মেঘালয়ের গারো পাহাড়ে দেখা গেল ৫০ ফুট লম্বা বিশালাকার সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
গারো পাহাড়ের ধ্যানমগ্ন প্রতিকৃতি..যা মেঘালয়ের অন্যতম আকর্ষণ। পাহাড় অঞ্চল জুড়ে জীববৈচিত্র্যে সমাহার, ঘন সবুজ বন, বিরল প্রজাতির উদ্ভিদ প্রানী গারো পাহাড়কে করেছে অনন্য বৈশিষ্ট্যমন্ডিল। আর এ কারনেই বহু পর্যটকদের আগমন ঘটে এখানে।
তবে সৌন্দর্যের মাঝেই কখনো কখনো লুকিয়ে থাকে বিপদ। এবার সেরকম এক ঘটনায় ঘটেছে। টিভির পর্দায় অ্যানিম্যাল প্লানেট, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফির, পর্দায় চোখ রাখলেই অসাধারণ সব দেশ বিদেশে পশুপাখিদের ভিডিও দেখা যায়।
এগুলি যেমন অবাক করে তেমনি ভীতির সঞ্চার করে। রহস্য ও ভয় উভয় জাগিয়ে তোলে। এবার সোশ্যাল মিডিয়াতেও এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে তা একাধারে যেমন ভালোলাগার সৃষ্টি করেছে তেমন ভিডিওটি দেখে শিউরে উঠেছেন মানুষ।
সম্প্রতি মেঘালয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে একটি বিশাল বড় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। তথ্য অনুযায়ী এর উচ্চতা প্রায় 50 ফুট। অর্থাৎ গারো পাহাড়ের পাদদেশে মিলেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। বিজ্ঞানীদের মতে এই অজগর সাপটি পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ।