ভাইরাল হওয়া বাদাম বিক্রেতা ভুবন এবার মমতার দলের নির্বাচনী প্রচারণায়
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভারতের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এবার পুরভোটের প্রচারেও পা মেলালেন। আজ পুরভোটের প্রচারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী।
তার হয়েই এদিন ভোট ময়দানে নামতে দেখা গেল ভুবন বাদ্যকরকে। খবর জি নিউজের।বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী বলেন, ‘উনি ৫ টাকা করে বাদাম বিক্রি করেন।
গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন। এখন কলকাতাতেও যাতে উনি পরিচিত হন, ওনার দুটো পয়সা আয় হয়, সেটাই চেষ্টা করছি।’ভুবন বাদ্যকর বলেন, ‘কলকাতায় এসে তার ভালোই লাগছে।সবার অনুরোধে প্রচারে একবার ভাইরাল বাদাম গান গেয়েও দিলেন তিনি।’
একইসাথে তিনি আরও জানান, ‘মুখ্যমন্ত্রীকে নিয়েও নতুন গান বেঁধেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি খেতে ভালোবাসেন।’ আর তা নিয়েই ভুবন বাদ্যকর লিখেছেন, দেশজুড়ে নাম দিদির। দেশজুড়ে নাম। দিদি খাবেন মুড়ি, আমার বাদাম..।’