কলেজ ছাত্রীকে প্রকাশ্যে জোর করে গাড়িতে তোলার চেষ্টা!
কলেজ ছাত্রীর শ্লী`লতাহানির অভিযোগে হাওড়ার দাসনগরে ২ যুবককে আটক করল পু`লিশ। ওই কলেজ পড়ুয়াকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা হয় বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার বিকেলে ওই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ভারতের দাসনগরের শিয়ালডাঙ্গা এলাকায়।
চিত্কার চেঁচামেচি শুনে এলাকার মানুষজন ওই ২ যুবককে আটকে রেখে তাদের পু`লিশের হাতে তুলে দেয়। এই জায়গাতেই কিছুদিন আগে এক ব্যবসায়ীকে গু`লি করে খু`ন করার চেষ্টা করে দুষ্কৃতীরা। দাসনগর থানায় ওই ২ যুবকের বি`রুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।
মনোজ সামন্ত ও গোপাল ভুঁইয়া নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, আজ বিকেলে একটি চারচাকা গাড়ি করে আসে ওই দুই যুবক। সেই সময় শিয়ালডাঙ্গা থেকে দাসনগরের দিকে যাচ্ছিলেন ওই ছাত্রী। চাষির মাঠ নামে একটি জায়গায় ওই ছাত্রীকে কটূক্তি করে দুই যুবক।
তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। তরুণীর পরিবারের অভিযোগ, টানাহেঁচড়া করে গাড়িতে তোলার চেষ্টা হয় কলেজ ছাত্রীকে। হইচই শুনে জড়ো হয়ে যান এলাকার মানুষজন। ধরে ফেলা হয় ওই ২ জনকে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।সূত্র-জিনিউজ।