আলোচিত সংবাদ
ওবায়দুল কাদেরের বুকে ব্যথা নিয়ে যা বললেন চিকিৎসক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি বিএসএমএমইউতে যান তিনি। পরে তার ব্যথা কমে যায় বলে জানান বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের অক্সিজেন স্যাচুরেশনও ভালো। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।
এদিকে, চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ।
এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।