আলোচিত সংবাদ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা (ভিডিও)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২২ থেকে ৩০ ডিসেম্বর সারাদেশে জেলা পর্যায়ের সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

মির্জা ফখরুল জানান, গতকাল থেকে খালেদা জিয়ার অবস্থা একটু খারাপ। তার হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে গেছে। তবে রক্ত পড়া বন্ধ হয়েছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ২২ তারিখ থেকে জেলা পর্যায়ে সমাবেশ হবে। যা ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।


Code copied

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!