আলোচিত সংবাদ

যাত্রীবাহি বাসে গরু, ভিডিও ভাইরাল (ভিডিও)

ঢাকাসহ সারাদেশে ৪৬টি শর্ত মেনে এবার কোরবানির গরুর হাট বসেছে। যদিও প্রথম শর্তটিই মানা হয়নি সেভাবে। ১৭ জুলাইর আগে গরুর হাট বসানো যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে। কিন্তু হাটে গরু আনা শুরু হয়েছে ১০ দিন আগেই।

এই সুযোগে অনেকেই শখের গরু কিনেও ফেলছেন। এদিকে টানা লকডাউনের কারণে রাজধানীতে গরু আনা-নেওয়ায় জন্য পরিবহণ সংকট চলছে। তবুও গরু কিনে বাড়িতে আনার জন্য বিকল্প উপায় অবলম্বন করছেন কেউ কেউ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) এমনটাই দেখা গেল রাজধানী ঢাকায়। গরু আনার জন্য পরিবহণ না পেয়ে যাত্রীবাহি বাসের যাত্রীর বানিয়ে গরুকে নিয়ে আনলেন ক্রেতা।

ঘটনাটির ভিডিও রীতিমতো ফেসবুকে ভাইরাল। অনেকেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- এও দেখার বাকি ছিল! কেউ কেউ লিখেছেন – বাঙালি সব পারে!

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, গাবতলী থেকে সদরঘাট রুটের ৮ নম্বর বাসে চড়িয়ে গরুকে নিয়ে এলেন ক্রেতা। বাস থেকে গরু নামতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়।

অনেকে ভিডিও করেন। গরুটি বাস থেকে প্রথমে নামতেই চাইছিল না। চার-পাঁচজনের জোরজবরদস্তিতে গলার রশি টেনে, পিঠ চাপড়িয়ে একে বাস থেকে নামানো হয়। এ সময় অনেকেই প্রশ্ন করেন, বাসে করে আনলেন কেন? গরুর দাম কত নিয়েছে?

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!