দীর্ঘ ৪০ বছর ধরে তৈরি করেন শুধু বাংলাদেশের পতাকা, মরতে চান পতাকা নিয়েই
বাংলাদেশ- অনেক রক্তের বিনিময়ে অর্জিত এক নাম। ডিসেম্বর এলেই চারপাশ ছেয়ে যায় বিজয়ের রঙে। চল্লিশ বছর ধরে শুধু বাংলাদেশের পতাকা তৈরি করছেন চট্টগ্রামের আবু খলিফা।
এটিই তার জীবন জীবিকা। অন্য কোনো কাজ কখনও করেননি, করতেও চান না। কোতোয়ালী মোড়ে ছোট্ট একটি দোকান, যেখানে বসে বাংলাদেশের পতাকা বিক্রি করেই কাটিয়ে দিতে চান বাকি জীবন।
নাম আবু আহমদ, তবে সবাই চেনেন আবু খলিফা হিসাবে। দীর্ঘ ৪০ বছর ধরেই যার একমাত্র পেশা বাংলাদেশের পতাকা তৈরি। ৮০’র দশকে ফেনীর লালপোল থেকে চট্টগ্রামে এসে চাকরি নেন পতাকা তৈরির এক দোকানে। এক সময় সেটি বন্ধ হয়ে গেলে নিজেই চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় দিয়ে দেন দোকান।
বিজয়ের মাস ডিসেম্বর এলেই বাড়ে তার ব্যস্ততা। এ মাসে একাধিক রাষ্ট্রীয় দিবস থাকায় চাহিদা বেশি থাকে বলে, মাসজুড়ে শুধুই বাংলাদেশের পতাকা বানান। আবু খলিফার দোকানে সর্বনিম্ন ৩ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা দামের পতাকা পাওয়া যায়।