শপথ শেষে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত ৭ শিক্ষার্থী
বিজয়ের ৫০ বছর ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সারা দেশে একযোগে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পালন করা হয়। শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ শেষ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরগুনার বামনা উপজেলার ৭ জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা উপজেলার ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের ছাত্র।
আহতরা হলো কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেশমা আক্তার (১৭), মাকসুদা আক্তার (১৭), ফাহিমা আক্তার (১৭), মাধুরী (১৭), আল-হেরা খান (১৭), রাকিব (১৭) ও মো. আকাশ (১৭)।
কলেজ সূত্রে জানা গেছে, শপথ বাক্য পাঠ করার উদ্দেশ্যে উপজেলাব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বামনা রহমত আলী স্টেডিয়ামে উপস্থিত থাকতে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। শপথ বাক্য পাঠ করতে উপজেলার সকল উচ্চমাধ্যমিক, মাধ্যমিক, মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা সদরে আসে।
শপথ বাক্য শেষে মাহিদ্র যোগে ফেরার পথে বামনা-পাথরঘাটা সড়কের ফায়ার সার্ভিস এলাকায় শিক্ষার্থীদের বহনকারী মাহিন্দ্রটিকে পেছন থেকে একটি টমটম ধাক্কাদিলে মাহিন্দ্রটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় মাহিন্দ্রটিতে ১০ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে ৭ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
শিক্ষাথীদের আহত হওয়ার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের দেখতে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন, এটি একটি দুর্ঘটনা। আমরা উপজেলা প্রশাসন আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছি।