আলোচিত সংবাদ

পরিবারে সচ্ছলতা ফেরাতে পতাকা বিক্রি করছে এইচএসসি পরীক্ষার্থী

পৃথিবীতে অনেক মানুষ আছে জীবন যুদ্ধে হার মানতে নারাজ। ফাহিম উদ্দিন (১৮)। চলতি বছর কুষ্টিয়া জেলার শৈলকুপা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

আগামী ১৯ ডিসেম্বর সে বসবে পরীক্ষা কেন্দ্রে। তবুও দরিদ্র পরিবারে সচ্ছলতা ফেরাতে অল্প টাকা লাভে সে করোনা ঝুঁকি নিয়ে সবার হাতে তুলে দিচ্ছেন লাল-সবুজের পতাকা।

জীবনে প্রথমবারের মতো গ্রামের কয়েক ছেলের সঙ্গে মহান জাতীয় দিবসের সপ্তাহখানেক আগে সে নিজ গ্রাম ছেড়ে বন্দরনগরী চট্টগ্রাম এবং তার আশপাশের বিভিন্ন উপজেলার পাড়া-মহল্লার পথে পথে ঘুরে বিক্রি করেন লাল-সবুজের ‘জাতীয় পতাকা’। তবে এটা তার পেশা নয়।

ফাহিম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১০নং পান্টি ইউনিয়নের রইস উদ্দিনের ছেলে। সে পরিবারে সচ্ছলতা ফেরাতে এবং যুদ্ধের চেতনাকে চিত্তে ধারণ করে পতাকা হাতে ছুটে বেড়াচ্ছেন পথে-প্রান্তরে।

এইচএসসি পরীক্ষার্থী হয়ে পড়াশুনা না করে পতাকা বিক্রির কাজটাকে কেন বেছে নিলেন- এমনটা জানতে চাইলে বুধবার সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এলাকায় ফাহিম উদ্দিন বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে আমি পতাকা বিক্রি করি।

এতে আমি খুব আনন্দ পাই, পরিবারও চলে। এছাড়া কৃষক বাবার পক্ষে আমাদের পরিবার চালাতে বেশ হিমশিম খেতে হয়।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!