১২ ব’ছরে’র মে’য়ে’র সাথে ১৭ ব’ছরে’র ছে’লের বি’য়ে, রা’তে মেয়ে বললো
প’ড়নে লাল শাড়ী গোমটা দেওয়া কনের সাথে পাজামা-পাঞ্জাবী পড়া ও হাতে রুমাল নিয়ে লাজুক ভ’ঙ্গিতে বর। গত শনিবার সকালে এ দৃশ্য চোখে পড়ে।
জানতে চাইলে ডিউটি অফিসার আমেনা বেগম জানান, গত শুক্রবার গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে বরে-কনেকে আ’টক করে আনা হয়েছে। বি’য়ের কথা জানতে চাইলে কনে শিশু বলে, ‘এর লাইগ্যা (বিয়ে) কি অইছে, আমি আবার আম্মা’র কাছে যাইয়ামগা নে’।
পু’লিশ ও বর-কনের পরিবার সূত্রে জানা যায়, বর হচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজে’লার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল মন্নানের ছেলে মো. নাঈম (১৭)।
তিরি রাজ’মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। গত শুক্রবার তাঁর বিয়ের দিন তারিখ ছিল পাশের নান্দাইল উপজে’লার খারুয়া ইউ’নিয়নের খরিয়া গ্রামের নবী হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের (১২) সাথে। রাত আট’টার পর বর আসেন কনের বাড়িতে।
অতিগো’পনে খাওয়া-দাওয়ার পর স্থানীয় এক হুজুর দিয়ে দোয়া পড়িয়ে বিয়ে কাজটি সম্পন্ন করে রাত সাড়ে বারোটার দিকে কনেকে উঠিয়ে নেওয়ার প্র’স্তুতি চলছিল এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে নান্দাইল থানা পু’লিশ ঘটনাস্থলে গিয়ে বর-কনেকে আ’টক করে থা’নায় আনে।
রাতভর থা’নায় অবস্থানকালে গতকাল শনিবার দুপুরে ইউএনও কার্যালয়ে নিয়ে বিয়ে নিবন্ধন করাবে না মর’্মে দুই পরিবারের পক্ষে মুচলেখা দিয়ে ছাড়া পায়।