পর্যটকে ঠাসা কক্সবাজার, এক হাজারের রুম ৫ হাজার
বিজয় দিবসসহ টানা কয়েকদিনের ছুটিতে পর্যটন শহর কক্সবাজারে পর্যটকদের ভিড় জমেছে। আর এই সুযোগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে খাবারের গলাকাটা দাম নেয়ার অভিযোগ উঠেছে।
বাড়িয়ে দেয়া হয়েছে রুম ভাড়াও। এতে ক্ষুব্ধ পর্যটকরা।তারা জানান, রেস্টুরেন্টে যে খাবারের দাম অন্য সময়ে দেড়শ’ থেকে ২শ’ টাকা নেয়া হয় তা বর্তমানে রাখা হচ্ছে ৩শ’ থেকে ৪শ’ টাকা। বেশির ভাগ রেস্টুরেন্টেই একই অবস্থা।
অন্যদিকে, অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়া হয়েছে হোটেল-কটেজের রুম ভাড়াও। ১ হাজার টাকার কক্ষের ভাড়া ৫ হাজার টাকা পর্যন্ত নেয়া হচ্ছে বলে অভিযোগ
করেছেন পর্যটকরা।এদিকে, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভির আওতায় আনা হয়েছে পর্যটন স্পটগুলো। পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে সর্বদা সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।