আলোচিত সংবাদ

‘জাপা ছাড়া কোনও দল সুশাসন দিতে পারবে না’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের মানুষ বিশ্বাস করে—জাতীয় পার্টি ছাড়া আর কোন দলই দেশে সুশাসন দিতে পারবে না। তাই দেশের রাজনীতিতে একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর জুরাইন রেলগেটে জাতীয় পার্টি শ্যামপুর ও কদমতলী আয়োজিত বিজয় সমাবেশ ও পতাকা মিছিল উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। বাবলা বলেন, ‘দেশের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি আগামী দিনে দেশ পরিচালনা করবে।’

আরও পড়ুন= বিপর্যস্ত টিম বাংলাদেশ শেষ কবে জয় পেয়েছিলো টিম টাইগার তা মনে করা কষ্টসাধ্য। বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজেও গো-হারা হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের সঙ্গে তীব্র সমালোচনার মুখে দলের কোচ এবং নির্বাচক প্যানেল।

বিসিবির নির্বাচক প্যানেল যেন দেশের ক্রিকেটের গন শত্রু। কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন কী আদৌও দল গড়ায় স্বাধীন? বোর্ড সভাপতি নাজমুল হাসানের হস্তক্ষেপের গুঞ্জন কতটা সত্য? বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, কোচ তো কোন খেলোয়াড় চিনে না।যে খেলোয়াড়দের আমরা দিচ্ছি তাদের সবার খেলা দেখেই তো দিচ্ছি। সমালোচনা করলে তো অনেক কিছু শুনতে হবে। অধিনায়ক কিংবা কোচ কাউকে বাদ দিয়ে তো আমি টিম প্রস্তুত করতে পারবো না।

এ দুজনকে তো আমার লাগবে। এতকিছুর পরেও নির্বাচক প্যানেল ঠিক রাখলেও কোচ নিয়ে নড়েচড়ে বসেছে বিসিবি।সাম্প্রতিক সময়ে বিসিবির চিন্তাভাবনায় ডমিঙ্গোকে বিদায় করে দেওয়ার। ভালো বিকল্প পেয়ে গেলে এই ক্ষতি স্বীকার করে হলেও তারা ডমিঙ্গোর বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ফেলতে রাজি। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত, বলাই যায়।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!