আলোচিত সংবাদ

ক্রিকেটার মাশরাফির নির্দেশে ৮ চিকিৎসকসহ ১১ জন শোকজ

আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (এমপি) এর নির্দেশে মোট ১১ জনকে শোকজ করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল ৯ টার পরে আসায় ৮ জন চিকিৎসক ও ২ জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে শোকজ করা হয়েছে।

এছাড়া শিশু ওয়ার্ডে গত শুক্রবার রাতে ১৭ জনের জায়গায় ৩ জনকে খাবার দেওয়ায় ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ করা হয়েছে এবং এর সাথে জড়িত অভিযোগে আউটসোর্সিং এর এক কর্মচারীকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে নানা অনিয়মের অভিযোগে কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (এমপি) নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার সকালে তিনি হঠাৎ করেই এই সফর করেন।

এছাড়াও হাসপাতালে উপস্থিত হয়ে তিনি কয়েকজন ডাক্তার ছাড়া সংশ্লিষ্ট কাউকে দেখতে পাননি। এসময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম দেখে ক্ষুব্ধ হন এই সাংসদ। দ্রুত ব্যবস্থা গ্রহন করতে বলেন হাসপাতাল তত্বাবধায়ককে।

মাশরাফি বিন মর্তুজা বিডি২৪লাইভকে বলেন, হাসপাতাল গুলোতে বিভিন্নস্থান থেকে গরীব মানুষ আসে দুর-দুরান্ত থেকে। তাদের খাবার দেওয়া হয়না-অফিস করেন না ঠিক মত চিকিৎসকরা। আমার রোগীদের খাবার ওষুধ পায়না এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!