কাঁচার পর এবার ভাইরাল ‘ভাজা বাদাম’, গানে গানে বিক্রি (ভিডিও)
সম্প্রতি সময়ে কাঁচা বাদাম গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওপার বাংলা ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এবারে ‘ভাজা বাদাম’ গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন পশ্চিবঙ্গের জলপাইগুড়ির এক বাদামওয়ালা।
তিনি গান গেয়ে বাদাম বিক্রি করে থাকেন। তবে তিনি শুধু ভাজা বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম গান গেয়ে ভাইরাল হওয়া ওই ব্যক্তির নাম নাম গুরুপদ সরকার। খবর জি ২৪ ঘন্টার।
এক ভিডিওদে দেখা যাচ্ছে , গুরুপদ সরকার স্তার পাশে বসে বাদাম বিক্রি করছেন। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তিনিও গান গাইছেন এভাবে, ‘আমার কাছে নাইগো কোনো কাঁচা বাদাম।
আমার কাছে আছে শুধু ভাজা বাদাম।’ জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা গুরুপদ সরকার বলেছেন, ‘কাঁচা বাদাম গানের থেকেই শুরুয়াত আমার ভাজা বাদাম গানের।
কাঁচা বাদাম তো কেউ খায় না, সবাই খায় ভাজা বাদাম। তাই এবার ভাজা বাদাম।’গুরুপদ সরকার জানান, ২ বছর ধরে বাদাম বিক্রি করছেন তিনি। এখন নতুন ‘ভাজা বাদাম’ গানের দৌলতে তার বিক্রি বেড়েছে অনেকটাই। মানুষ আসছেন, গান শুনছেন, আনন্দ পাচ্ছেন। সঙ্গে তার থেকে বাদাম কিনে খাচ্ছেন। গান গেয়ে অভিনবভাবে এই বাদাম বিক্রির কৌশল ভালোই কাজে দিয়েছে, মানুষ ভালোই সাড়া দিচ্ছে।