আলোচিত সংবাদ

রিক্সা চালককে ধাক্কা দিয়ে পালালো সিভিল সার্জনের গাড়ি

লালমনিরহাট জেলা শহরের ষ্টেশন রোডে রেজাউল করিম নামে এক রিক্সা চালককে ধাক্কা দিয়ে পালিয়েছে সির্ভিল সার্জনের গাড়ি। এতে রিক্সাটি দুমরে-মুচড়ে যায়। এসময় রিক্সা চালক আহত হয়ে মাটিতে পড়ে যায়।

দুঘর্টনার সময় সির্ভিল সার্জন গাড়িতে ছিলেন বলে জানা গেছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় লালমনিরহাটের ষ্টেশন রোডের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। রিক্সা চালক রেজাউল করিমের বাড়ি সদর উপজেলা মোগলহাটের দুর্গাপুর গ্রামের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক রেজাউল করিম স্টেশন থেকে মিশন মোড়ের দিকে যাচ্ছিল। ওই সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সামনে গেলে বেপরোয়া গতিতে সিভিল সার্জনের গাড়ির চালক রিক্সা চালককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রিক্সা চালক রাস্তায় ছিটকে পড়েন।

এসময় রিক্সাটি দুমড়ে-মুচড়ে গেলেও সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় থাকা অবস্থায় দ্রুত গতিতে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় রিক্সা চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় সেখানে থাকা রিক্সা চালকরা সির্ভিল সার্জন ও তার চালকের শাস্তি দাবি করেন।

রিক্সা চালক রেজাউল করিম বলেন, প্রতিদিন এই রিক্সা দিয়ে যে টাকা আয় হয়। সেই আয়ের টাকায় ৬ সদস্যের সংসার চালাতে হয়। কিন্তু আমার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটি আজকে ভেঙে দুমরে-মুচড়ে গেল। তিনি আরো বলেন, এই রিক্সা না হলে আমার সংসার চালানো মুশকিল হয়ে যাবে। এ বিচার আমি কাকে দেব? রিক্সা মেরামত করার টাকাও এখন আমার কাছে নেই।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না বলে ফোন কেটে দেন।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!