ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের আরেকজন!
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে হচ্ছে ইউপি নির্বাচন। এমতাবস্তায়, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের একজন সদস্য পদে প্রার্থী হয়েছেন।
তার নাম আলামিন। মাইক প্রতীক নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। পত্নীতলায় এই প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
আগামী ৫ জানুয়ারি পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আল আমিনের পিতা মোজাম্মেল হোসেন, তার বাড়ি পত্নীতলা ইউনিয়নের শম্ভুপুর গ্রামে।
আলামিন বলেন, আমি জনগণের সেবক হতে চাই। তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি আরও বলেন, কোথাও বৈষম্যের শিকার না হলে এবং মানুষ যদি ভোট দেয়, আগামীতে বিজয় লাভ করব ইনশাআল্লাহ্।