যা পাওয়া গেল মেয়র শাহনেওয়াজের কাছে
বিজয় দিবসে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিত করার ঘটনায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পরে আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খব্দকার আল মঈন।
গ্রেফতারের সময় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করা হয়।তিনি বলেন, এই ঘটনার পরে একটি মামলা দায়ের করা হয়।
এই মামলার পরিপ্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা শাখা ওই মামলার আসামিকে আজ ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এবং সে নিজেও স্বীকার করেছে সে নিয়মিত মাদক সেবন করে।