বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই ইতোমধ্যে শহর ছাড়া হয়েছেন। গ্রেফতার আতঙ্কে তারা বাড়িঘর ছেড়েছেন।
এমন দাবি করেছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।তিনি বলেন, আমরা মারও খেলাম, এখন পালিয়েও থাকতে হচ্ছে। কেউ ঘরে ঘুমাতে পারছে না। পুলিশ নেতাকর্মীদের খুঁজছে। অথচ খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে সমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা যখন জড়ো হচ্ছিলেন তখন শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ বাধা দেয়।
সংঘর্ষে ছাত্রদল নেতা সাইদুর রহমানের একটি চোখ নষ্ট হয়ে গেছে। সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনের অবস্থাও আশঙ্কাজনক।এ বিষয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, কাউকে হয়রানি করা হচ্ছে না।
কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না। তাদের ভয়েরও কোনো কারণ নেই। তিনি বলেন, তবে যারা জনগণের জানমালের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।