গোলাম রাব্বানীকে ভোটকেন্দ্রে কুপিয়ে জখম
রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ভোটকেন্দ্রে প্রবেশকালে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে।গোলাম রাব্বানীকে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।বিস্তারিত আসছে…
আরও পড়ুন= সিয়াম আহমেদ শনিবার (২৫ ডিসেম্বর) দিনভর ব্যস্ত সময় পার করেছেন পর্দাপিতা তারিক আনাম খানের সঙ্গে বিভিন্ন প্রেক্ষাগৃহে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মৃধা বনাম মৃধা’র দৌলতে তুমুল করতালিতে ভাসছেন পিতা-পুত্র চরিত্রের এই নায়কদ্বয়।
পিতা-পুত্রের পর্দাজাল থেকে বেরিয়েই রাত ১০টা নাগাদ সোশ্যাল হ্যান্ডেলে দিলেন আসল পিতৃত্বের খোঁজ! স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত ছবি প্রকাশ করে সময়ের এই আলোচিত নায়ক জানান দিলেন, বাবা হতে চলেছেন তিনি।হুম, সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি দম্পতির তিন বছরের ঘর আলো কেরে আসছে নতুন অতিথি। প্রথমবার তারা পাচ্ছেন বাবা-মায়ের স্বাদ। তার আগেই সোশ্যাল হ্যান্ডেলে ভাসছেন শুভেচ্ছা-বন্যায়।
তবে এখনই অতিথি আগমনের সম্ভাব্য দিন-ক্ষণ প্রকাশ করতে চাইছেন না সিয়াম। শুধু চেয়েছেন সবার দোয়া। বললেন, ‘ছোট্ট এ জীবনের বড় একটা স্বপ্ন পূর্ণতা পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ।’দীর্ঘ দিনের প্রেমপাঠ চুকিয়ে ২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সিয়াম আহমেদ ও শাম্মা রুশাফি অবন্তী।২৪ ডিসেম্বর সিয়াম আহমেদ অভিনীত বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ মুক্তি পায়। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে তার আরেক আলোচিত সিনেমা ‘শান’।