দেশ স্বাধীনের পর প্রথমবার ভোট দিলেন ৮২ বছর বয়সী আব্দুল গফুর
দেশ স্বাধীনের ৫০ বছরের মধ্যে এবারই প্রথম ভোট দিলেন আব্দুল গফুর। তার বর্তমান বয়স ৮২ বছর। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে। আজ রবিবার ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় ইউনিয়নের ক্ষিদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
সকালে ভোট দিয়ে আব্দুল গফুর বলেন, ‘আমি আনসার কমান্ডার। স্বাধীনতার পর থেকে সব নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কখনোই ভোট দেওয়া হয়নি। এবার অসুস্থতার কারণে দায়িত্ব না নেওয়ায় বাড়িতে আছি। তাই ভোট দেওয়ার সুযোগ পেয়েছি।’
এ সময় একই কেন্দ্রে নাতির সঙ্গে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী কদভান বেগম। তিনি বলেন, ‘আমি অসুস্থ। তাই নাতির সঙ্গে ভোট দিতে এসেছি। আর ভোট দিতে আসতে পারবো কি-না জানি না।
এটাই হয়তো শেষ ভোট।’আজ সকাল ৮টায় সিংড়ার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কম। ৯টা পর্যন্ত পুরুষ ও নারী বুথে মাত্র কয়েকজন ভোটার দেখা গেছে।