মাহুতকে জড়িয়ে ধরে আদর করলো ছোট্ট পোষ্য হাতি, আদরমাখা মুহুর্ত পোস্ট করলেন সুশান্ত নন্দা
হঠাৎ দেখলে মনে হতে পারে পোষ্য হাতিটি কিভাবে তার মালিককে জড়িয়ে ধরে আদর খাচ্ছে। মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্কের গণ্ডি পেরিয়ে ও কিছু সম্পর্ক হয়। তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি,
মানুষের সাথে তার পোষ্যের সম্পর্ক বহুবার নজির সৃষ্টি করেছে। শুধু বন্ধুত্ব বললে ভুল হবে সন্তানস্নেহে মাহমুদ বড় করেছে এই ছোট্ট হাতিটিকে।
তাদের ভালোবাসা সত্যিই এক অনন্য নজির সৃষ্টি করতে পারে সমাজের বুকে। বাড়িতে কোন বাচ্চাকে যেভাবে আমরা আদর যত্নে লালন পালন করে তুলি, একইভাবে মাহুত তার পোষ্য সেবক হাতিটিকে লালন পালন করে বড় করে তুলেছে। তাইতো মাহুতকে শুঁড় দিয়ে জড়িয়ে ধরে আদর প্রকাশ করছে ছোট হাতির ছানা।
এমন সুন্দর ভঙ্গিতে আদর করতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা, সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন। আর তার এই ছবিটি শেয়ার করার সাথে সাথেই রীতিমতো সারা জাগিয়ে দিয়েছে নেট দুনিয়ায়।
এমন অসাধারণ ছবিটি তুলেছেন ফটোগ্রাফার আনন্দ শিন্দে। তাদের এমন আদুরে ভিডিও দেখে মিডিয়ায় নেটিজেনরা রীতিমত অবাক হয়েছেন। আর এই ছবিটিকে শেয়ার করতে দুবার ভাবেননি।এই হাতিটি যে মাহুতের কাছে অপত্য যত্নে লালিত পালিত হয় তার প্রমাণ পাওয়া,
যায় তার সুন্দর করে গোছানো কাটা চুলে। মাহুত পরম যত্নে ধীরে ধীরে বড় করে তুলছে হাতিটিকে। হাতির চুলগুলিকে নানান রকম স্টাইলে সুন্দর করে, কেটে দিয়েছেন মাহুত। জামান নেটিজেনদের এই ভিডিওটির ওপরে আরো বেশি করে আকৃষ্ট হতে বাধ্য করেছে।