আলোচিত সংবাদ
সকাল না হতেই বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর
আজ সকালে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।
আজ মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন,
এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। আর মাইক্রোবাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।
এই কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।