আলোচিত সংবাদ

আওয়ামী লীগ করি বলেই আমাকে নৌকা দেয়া হয়েছে : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আওয়ামী লীগ করি বলেই আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে।

আওয়ামী লীগ না করলে নৌকা প্রতীক পেতাম না। আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম।মঙ্গলবার বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক

বরাদ্দ দেয়ার পর তিনি এ কথা বলেন।আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।আইভি বলেন, দলীয় প্রতীক নৌকা আনুষ্ঠানিকভাবে আজ আমাকে দেয়া হয়েছে। আমি মনে করি, নারায়ণগঞ্জবাসী আবারো আমাকে নৌকা

প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেনতিনি বলেন, আমার দলের নেতাকর্মীরা আমার জন্য কাজ করছে। আওয়ামী লীগের কোনো লোক নৌকার বাইরে যেতে পারে না।তিনি বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী আমার বিষয়ে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে। ওয়াসার পানির দাম আমি বৃদ্ধি করি নাই। আমি অনেক রাস্তা-ঘাট করে দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৭টি ওয়ার্ডে গাড়ি নিয়ে চষে বেড়াচ্ছেন সে রাস্তাগুলো আমার করে দেয়া।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!