আলোচিত সংবাদ

পলো দিয়ে বিরাট মাছ ধরলেন বৃদ্ধ চাচা। বড় মাছ দেখে সবাই তো অবাক, ভিডিও তুমুল ভাইরাল।

প্রাচীন কাল থেকে মানুষ বিভিন্ন পেশার সাথে সম্প্র’ক্ত ছিল। খাল-বিল,নদী-নালার এ দেশে মানুষ মাছ ধরে জীবর নির্বাহ করত।আর এখনো অনেক মানুষ এই মাছ ধ’রা পেশার সাথে যুক্ত।

পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন উপায়ে মাছ শিকার করে থাকে।তাদের মাছ শিকারের রয়েছে নানান কলাকৌশল।ব্যাব’হার করে থাকে নানান উপকরণ।

অনেক মানুষ আছেন যারা অনেক বেশি সময় নিয়ে বঁড়শি দিয়ে মাছ শিকার করেন।অনেকে নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন।কেউবা বড় বেরজাল দিয়ে,আবার কেউ ঝাকি জাল দিয়ে।এ ভাবে রয়েছে মাছ ধ’রার নানান কলাকৌশল।

ভিডিওতে দেখা যায় গ্রামের নদীতে কয়েকজন মানুষ খুব সহজ প’দ্ধতিতে মাছ ধরছে । লোকজন পলো দিয়ে ধা’রাবাহিক ভাবে পানিতে চাপ দিচ্ছেন,আর সেই পলোর নিচে যখন মাছ আট’কে যায় তখন তারা ধরে নিচ্ছেন খবি সহজে। গ্রামের এই অসাধারণ পরিবেশে মাছ শিকার দেখা খুব মনোমুগ্ধকর।

পলো দিয়ে মাছ ধ’রা লোকজনের মধ্যে এক বৃ’দ্ধ চাচা একটি বিরাট আকারের মাছ পেয়েছে,যা দেখে অন্যরা খুবই উৎপুল্ল। আর এমন একটি ভিডিও যখন আপলোড করা হয় তখন ভিডিওটি ভাইরাল হয়।

যারা মাছ শিকার করা দেখেন বা জীবনে কোন একদিন হলেও আনন্দের সাথে মাছ ধরেছেন।আপনারা নিচের লি’ঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন।আপনার জন্য দেয়া হল ভিডিও।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!