আলোচিত সংবাদ

কুকুরের স্তন্যপান করে বেঁচে আছে ছাগলছানা (ভিডিও)

কুকুরের স্তন্যপান করে বেঁচে আছে ছাগলছানা। এমন আশ্চর্য ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের খারজুলি গ্রামে।

খারজুলি গ্রামের বাসিন্দা শেখ ফিরোজের বাড়িতে কয়েকটি ছাগল রয়েছে। তার মধ্যে একটি ছাগল দিন সাতেক আগে বাচ্চা প্রসব করে। ছাগলছানার জন্মের পরপর মহাসমস্যায় পড়েন ফিরোজ। তার ভাষ্য, ‘বাচ্চা হওয়ার পর থেকে ছাগলটির স্তনে দুধ আসেনি। বাচ্চাটা কাছে গেলেই মেরে তাড়িয়ে দিত। ফলে দুধ না পেয়ে ছাগলের বাচ্চাটি মরেই যেত।’

কিন্তু ফিরোজের এক প্রতিবেশী তাহসিন একটি কুকুরকে প্রতিদিন খাবার এনে খেতে দেয়। কুকুরটিকে ‘টাইগার’ নামও দেয় সে। কয়েকদিন ধরেই টাইগার এলেই তাহাসিন তার গায়ে হাত বুলিয়ে দেয়। আর তখন ফিরোজের ছাগলছানাটি কুকুরটির স্তন্যপান করে।

প্রতিদিন দুই বেলা ছাগলছানাকে স্তন্যপান করানো যেন দায়িত্ব হয়ে উঠেছে তাহসিন ও টাইগারের। তাহাসিন বলে, ‘ওইটুকু বাচ্চা দুধ পায়নি। আমার খুব কষ্ট হচ্ছিল। তাই টাইগারের কাছে দুধ খাওয়াতে নিয়ে গিয়ে দেখি টাইগার দুধ খাওয়াচ্ছে।’

এ বিষয়ে প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. উষা দে বলেন, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। সচরাচর দেখা যায় না।

rtv

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!