নতুন বছরে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বার্তা দিলেন শাকিব খান
করোনা মহামারির কারণে সদ্য বিদায়ী বছরেও অনেকটা সময় মানুষের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটেছে। কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি সেক্টরে দেখা দিয়েছিল নানা প্রতিকূলতা। তাই নতুন বছরে এই মহামারি যেন আর হানা না দেয়, সেই প্রত্যাশা করেছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান
তিনি বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকেই ভক্তদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।এক ভিডিওবার্তায় শাকিব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে আমরা পা রাখছি নতুন আরেকটি বছরে।
নতুন স্বপ্ন নিয়ে, অসীম সম্ভাবনার হাতছানিতে। নতুন বছরে আমরা চাই, মহামারি মুক্ত সুস্থ একটি দেশ। যেখানে প্রতিদিন রচিত হবে এগিয়ে যাবার নতুন নতুন গল্প। হ্যাপি নিউ ইয়ার।’
ভিডিওতে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে। গায়ে লং ব্লেজার, চোখে সানগ্লাস, মুখে চাপ দাঁড়ি আর চুলে দিয়েছেন নয়া ছাঁট। পেছনে দেখা যাচ্ছে নিউইয়র্কের বিলাসবহুল রূপ।
এমন আকর্ষণীয় রূপে শাকিবকে দেখে মুগ্ধ তার ভক্তরা। মাত্র ১৪ ঘণ্টায় তার ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ৫৯ হাজারের বেশি। ভিউ হয়েছে প্রায় ৪ লাখ।