থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে বাইক থেকে পড়ে প্রাণ গেল কিশোরীর
থার্টি ফার্স্ট নাইটে বাইকে করে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল মোছা. নুরে তারান্নুম মিলা (১৮) নামের এক কিশোরীর। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহত মিলা পুরান ঢাকার লালবাগের শেখ সাহেববাজার এলাকায় থাকতেন।
তিনি হাবিবুর রহমানের মেয়ে।তিনি মো. ইয়াসিন নামের এক যুবকের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান। তবে এর বেশি কিছু জানা যায়নি।
মিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মো. ইয়াসিন গণমাধ্যমকে বলেন, নতুন বছর উপলক্ষে আমি ও মিলা মোটরসাইকেলে বেড়ানোর জন্য বের হই।
ঘোরা শেষে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় মিলা। তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।