প্রাইভেটকারে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল তিনটি গরু
তিন গরুসহ প্রাইভেটকার উদ্ধার করেছে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে গরুগুলো বের করা হয়। রবিবার (২ জানুয়ারী) সকালে উপজেলার গোপালপুর বাজারের শেরপুর- ময়মনসিংহ মহাসড়ক থেকে গরুসহ প্রাইভেটকার জব্দ করা হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিডি২৪লাইভকে নিশ্চিত করে বলেন, সদর অথবা আশপাশের কোন এলাকা থেকে রাতে গরু চুরি করে প্রাইভেটকারে করে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চোর চক্র।
পথিমধ্যে উপজেলার গোপালপুর এলাকার শেরপুর- ময়মনসিংহ মহাসড়কে প্রাইভেটকারের চাকা ফেঁটে যায়।এমতাবস্থায় প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে যায় চোরেরা। পরে স্থানীয়রা গাড়ির ভিতরে গরু দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ গরু তিনটি জব্দ করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, আশপাশের বিভিন্ন এলাকায় গরু পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারে। তাহলে গরু হস্তান্তর করা হবে। তা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।