আলোচিত সংবাদ

‘আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। জীবনের বহু প্রতিকূলতার মধ্যেই সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। প্রখর আত্মবিশ্বাসে যেন কোনো কিছুই আটকাতে পারে না তাকে। সকল বাঁধা পেরিয়ে নিজ গতিতে এগিয়ে চলেছেন ঢালিউডের এই কুইন।

শনিবার (১১ মার্চ) দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।

ওই ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো, বাদামী ও নীল রঙের ফ্লোরাল প্রিন্টের একটি জাম্পস্যুট। সেই সঙ্গে হাতের আঙুলে পড়েছেন আংটি ও ম্যাচিং নীল রঙের ঘড়ি। খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরায়।

পোস্টটি দেওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ইতোমধ্যে ২৩ হাজার প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ২ হাজার মন্তব্য এবং ৩৭ বার শেয়ার হয়েছে পোস্টটি।

একজন কমেন্ট করেছেন, সো প্রীটি। আরেকজন নেটিজেন লিখেছেন, বিশ্ব সুন্দরী। অভিনেত্রীর এক ভক্ত লেখেন, সো সুইট।

প্রসঙ্গত, বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। এটি নির্মাণ করেছেন বন্ধন বিশ্বাস। এই ছবির মাধ্যমে প্রথমবার জুটি হয়ে পর্দায় আসছেন অপু সাইমন।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!