শিক্ষা

পরীক্ষাই একমাত্র মূল‌্যায়নের পথ নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছি। পরীক্ষাই শুধু থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরও পথ আছে।

পরীক্ষা একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়াশোনা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে। তারা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে।’

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবস’র আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে একটি মহল ধর্মের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে।

অসাম্প্রদায়িক বাংলাদেশ রাখতেই হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সব ধর্মের মানুষ আছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে। হঠাৎ করে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প কেন? শিশুদের অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখতে হবে।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!