বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি ‘অনেক কথা বলার আছে’

চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, ওমরাহ থেকে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ সেকেন্ডের মতো হলেও দেখা করতে চান।

তিনি বলেন, উমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) র সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই।

অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবেনা।’গত রাতে মাহি ফেসবুকে লাইভে এসেছিলেন। প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর জানার পর গতকাল সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে কথা বলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি বলেন, আমি বরাবরের মতো আল্লাহর কাছে বিচার দিয়েছি। ফেসবুক লাইভে এসে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। আজও দেশবাসীর কাছে ছোট হলাম। দুই বছর আগের ঘটনা ছিল। আমি বরাবরের মতো আল্লাহর কাছে বিচার দিয়েছি।

যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, তিনি তাঁর রেজাল্ট (ফল) পেয়েছেন। আলহামদুলিল্লাহ।’ মাহি বলেন, ‘আমি এখন মক্কায় হারাম শরিফে আছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। আমার কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির শিকার।’

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!