পারিবারিক নির্যাতন রুখে দাঁড়ান: মিথিলা
পারিবারিক নির্যাতন বন্ধের ডাক দিলেন মডেল-অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। তিনি বলেন, একুশ শতকে এসেও নানা রকমে কথা শুনতে হয় নারীদের। ‘মেয়েদের মানিয়ে নিতেই হয়’।
কিংবা ‘রাত করে বাড়ি ফিরলে তো মার খাবেই!’ অথবা ‘স্বামীর রাগই তো ভালবাসা।‘ ‘কী, গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কী হয়! টাকা-পয়সা তো দেয়।’ খবর আনন্দ বাজারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, সমাজে নানা রকম কথা একুশ শতকে এসেও শুনতে হয়। যা নারী নির্যাতনকে আমাদের সমাজে স্বাভাবিক করে দেয়।
মেয়েদের সব কিছু মানিয়ে নিতে হয়, বাসর রাতে বিড়াল মারতে হয়, লাল শাড়িতে যাবে, সাদা শাড়িতে আসবে, স্বামীর রাগের সাথে মানিয়ে চলতে হবে, রাত করে বাড়িতে ফিরলে মারতো খাবেই।
এসব কথা সমাজে পারিবারিক নির্যাতনকে স্বাভাবিক করেছে। আসুন আমরা সবাই মিলে এরকম কথা বলা বা শোনাকে প্রতিহত করি, আমরা সবাই মিলে পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’