ক্যারিয়ারের শুরুতে যত টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন কঙ্গনা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। জীবনের নানা সময়ে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে এই অভিনেত্রীকে। অনেক সময়ই নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।
আর এ কারণে তার টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছিল সংস্থাটির কর্তপক্ষ। তবে কয়েক দিন আগেই প্রায় ২০ মাস পর অ্যাকাউন্টটি ফেরত পেয়েছেন কঙ্গনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘গ্যাংস্টার’ খ্যাত এই অভিনেত্রী।
অভিনেত্রী জানান, জীবনের প্রতি মুহূর্তেই কোনো না কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। মুম্বাইতে যখন পা রাখি, তখন সঙ্গে মাত্র ৫০০ টাকা ছিল । তাই কখনও যদি সর্বশান্তও হয়ে যাই, সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে আমার। টাকাপয়সা, সম্পত্তি বড় কিছু নয়, এমনকি এসবের কোনো মূল্যই নেই আমার কাছে।
‘ইমার্জেন্সি’ ছবিতে ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। এ ছাড়াও এতে আরও রয়েছেন অনুপম খের, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন। চলতি বছরে ছবিটি মুক্তিপাবে বলে জানা গেছে।