বিনোদন

শাকিব খানের অফিসে প্রথমবার ছেলে শেহজাদ

প্রথমবারের মতো বাবা শাকিব খানের অফিসে পা রাখলেন শেহজাদ খান বীর। সেখানে গিয়ে দাবা খেলায় মেতে উঠেছে শেহজাদ। যদিও মা চিত্রনায়িকা বুবলি জানিয়েছেন, দাবাই নাকি শেহজাদের প্রিয় খেলা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শাকিব খানের অফিসে শেহজাদের ছবি পোস্ট করেছেন বুবলি।বাবার চেয়ারে বসা সাতটি ছবি শেয়ার করে বুবলি লিখেছেন, ‘দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়, সে তার নিজের স্টাইলে খেলে।’

মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় শাকিবপুত্রের ছবি। শেহজাদকে শুভ কামনা জানায় নেটিজেনরা। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে শাকিব-বুবলির ছেলে শেহজাদের ছবি।

ওই দিন সন্তানের ছবি প্রকাশ করে বুবলী লিখেছিলেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।’ ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলি।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!