বিনোদন

‘আমার ক্যারিয়ারের ৮০ ভাগ কৃতিত্ব শাকিবের’

‘আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’ সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বইমেলায় গিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক আড্ডায় অপু এই কথা বলেন। নিজের ক্যারিয়ারের সফলতার পেছনে সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের অবদানের কথা স্বীকার করেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘আসলে আজকে শাকিব যদি আমার পাশে না থাকত, তা হলে এই অপু বিশ্বাস হত না। সহ-অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই ওর প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে।’

ছেলেকে কীভাবে দেখাশুনার করছেন- এমন প্রশ্নে নায়িকা বলেন, আমাদের দুজনের কাছে এখনও সন্তানের মানসিক স্বাস্থ্যটাই অগ্রাধিকার পায়। এক সঙ্গে থেকে হোক কিংবা না থেকে। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি তাকে স্কুলে পৌঁছে দিই, শাকিব ওকে নিয়ে আসে-এভাবেই চলছে।

শাকিব খানের একের পর এক সম্পর্ক নিয়ে এত ধরনের গুঞ্জন- এ প্রশ্নে অপু বলেন, এক জন সুপারস্টারকে নিয়ে যদি গুঞ্জন না হয়, তা হলে সে কিসের সুপারস্টার?

তিনি আরও বলেন, এটা তার কৃতিত্ব, এখনও তাকে নিয়ে গুঞ্জন হয়, অন্যদের নিয়ে হয় না। নায়ক-নায়িকাদের নিয়ে দু-একটা প্রেমের গুঞ্জন না থাকলে পর্দায় রোম্যান্স ফুটিয়ে তুলবেন কীভাবে! আমি সাধুবাদই জানাই।

ভবিষ্যতে কি ঘর বাঁধার পরিকল্পনা নিয়ে নায়িকা বলেন, ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত এখন, কলকাতায় এখন কাজের চেষ্টা চলছে। তাই কাজটাই ফোকাস।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!