বিনোদন

পরীর ঘরে ফের উৎসব, রাজ্যের ৭ মাস পালন

এইতো সেদিনের কথা। গেল বছরের ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে অভিনেতা দম্পতি রাজ-পরীর। দেখতে দেখতে সাত মাস পূর্ণ হলো রাজ্যের। ছেলের জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন মা পরীমনি।

সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শনিবার (১১ মার্চ) রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের সাতটি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন পরীমনি।পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরীমনি লেখেন, ‘আমার রাজ্যের সাত মাস পূর্ন হলো আলহামদুলিল্লাহ। শুভ সাত মাস বাজান।’

এর আগে ছেলের সঙ্গে আদুরে একটি পোস্ট করেছিলেন পরীমনি। ছবিতে দেখা যায়, খেলনা টেলিফোন কথা বলার ভান করছেন তিনি আর মায়ের দিকে একদৃষ্টিতে চেয়ে আছেন ছোট্ট রাজ্য।ছবিটি পোস্ট করে পরীমনি লেখেন, ‘আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল আলহামদুলিল্লাহ। রাজ্যের বাবা আর কতক্ষণ? আমারা কেক কাটবো তো। হ্যালো রাজ…।’

উল্লেখ্য, এর আগে গত মাসে ছেলের জন্মের ছয় মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!