আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার
তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে তুরস্কে ৩ হাজার ৩৮১ জন এবং সিরিয়ায় ১ হাজার ৪৪৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সিজার জানান, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৩৮১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ৩৮৪ জন।
এ ঘটনায় কমপক্ষে ৬ হাজার ২১৭টিরও বেশি ভবন ধসে পড়েছে। বর্তমানে দেশটির আক্রান্ত এলাকাগুলোতে ১৬ হাজার উদ্ধারকর্মী কাজ করছেন।