অনান্য

টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ!

নাটোরের সিংড়ায় পরকীয়ায় ৫ লক্ষ টাকা নিয়ে গৃহবধূ উধাও হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্বামীর বাড়ি থেকে নগদ টাকা, সোনা, গহনা সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল সহ উধাও হয়েছে।

জানা যায়, প্রায় ৩ বছর পুর্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র শরিফুলের সাথে বিয়ে হয় গুরুদাসপুর উপজেলার আঃ কুদ্দুসের মেয়ে সীমা খাতুনের।

বিয়ের পর স্থানীয় তারেক হোসেন কমলের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় গত ২৫ অক্টোবর শরিফুল বাড়িতে না থাকায় গরু বিক্রির নগদ ৪ লক্ষ ৫৬ হাজার টাকা সহ সোনা, গহনা নিয়ে উধাও হয় গৃহবধূ সীমা।

এদিকে টাকা সহ বউ উধাও হওয়ায় হতাশা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন শরিফুল।এ প্রতিনিধির কাছে আলাপকালে শরিফুল জানায়, আমার স্ত্রী বাড়ি থেকে যাওয়ার পর থেকে খোঁজ করতে থাকি। পরে জানতে পারি সে পরকীয়া করছে।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, এ বিষয়টি আমি শুনেছি। আর্থিকভাবে সেই ছেলেটি ক্ষতিগ্রস্ত।

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!