টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের দেখা পেতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার বিকেলে মাঠে নামবে টাইগাররা।
ইতিমধ্যেই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেল চারটায় গড়াবে এই ম্যাচের প্রথম বল।
আগেই নিশ্চিত ছিল টাইগার একাদশে একটি পরিবর্তন আসছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম। এছাড়া তিন স্পিনার হিসেবে থাকছেন সাকিব, মেহেদি ও নাসুম আহমেদ।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ডের একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।