আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
রাজধানীসহ সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশাও। গত কয়েকদিন দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও ঝরেছে।
এ পরিস্থিতিতে আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, এ নিয়ে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে পরিস্থিতি একেবারে বদলে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
আবহাওয়া অফিস জানায়, আগামী ৫ দিন দেশের আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চলতি মাসের শেষ দিকে গিয়ে তাপমাত্রা কিছু বাড়তে পারে। তবে এ মাসে নতুন করে আর শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।
দিকে আবহাওয়া অধিদফতর গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।